ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে পুলিশী নির্যাতনে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ২০:০৪, ২৮ নভেম্বর ২০২০

ফ্রান্সে পুলিশী নির্যাতনে কৃষ্ণাঙ্গ নিহতের প্রতিবাদে বিক্ষোভ

ফ্রান্সে পুলিশী নির্যাতনের শিকার হয়েছে এক কৃষ্ণাঙ্গ। পেটানো ছাড়াও তার ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। একটি ভিডিও প্রকাশ পেলে ঘটনাটি সামনে আসে। কৃষ্ণাঙ্গ নির্যাতনের প্রতিবাদে বর্ণবাদবিরোধী বিক্ষোভ দেখা দেয় প্যারিসে। এ সপ্তাহে এ ধরনের দুটি ঘটনায় ক্ষুব্ধ দেশটির নাগরিকরা। আলজাজিরা। পুলিশের ভিডিও ধারণ করা যাবে না বলে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সরকারের এক বিল নিয়ে বিতর্কের সময় এ ঘটনা ঘটল। দেশটির নাগরিক সমাজ ও সাংবাদিকদের দাবি, এ বিলের ফলে পুলিশের নিষ্ঠুরতা প্রকাশ্যে আসবে না, যাতে তারা শাস্তির আওতার বাইরে থেকে যাবে। বৃহস্পতিবার ফরাসী একটি নিউজ সাইটে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ভিডিওটি প্রকাশ করা হয়। পুলিশী নিষ্ঠুরতার শিকার ওই ব্যক্তি মাইকেল বলে জানা গেছে। পেশায় তিনি একজন সঙ্গীত প্রযোজক। রাস্তায় মাস্ক ছাড়া দেখে মাইকেলকে অনুসরণ করে তিন পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে তার মিউজিক স্টুডিওতেও ঢুকে পড়ে তারা। পুরো ঘটনাটি স্টুডিওর নিরাপত্তা ক্যামেরা ও প্রতিবেশীর ক্যামেরায় উঠে আসে। দেখা যায়, মাইকেলকে একাধারে ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করছে পুলিশ কর্মকর্তারা। ভিডিওতে মাইকেলের রক্তাক্ত চেহারা প্রকাশ পায়। স্টুডিওর ভেতরে ছিলেন আরও নয় ব্যক্তি। তাদের বের করে আনতে টিয়ার গ্যাস গ্রেনেড ছুড়ে মারা হয়। ভিডিওতে প্রকাশ পাওয়া পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী। পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, থাইল্যান্ডে কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ দমাতে বিতর্কিত একটি আইন আবার চালু করছে দেশটি। এ আইনের আওতায় রাজা বা রাজপরিবারের কোন সমালোচনা করা যাবে না। খবর বিবিসি অনলাইনের। বেশ কিছু বিক্ষোভকারীকে আইন ভঙ্গের অভিযোগে তলব করা হয়েছে। আইন ভঙ্গকারীর ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। গত দুবছরের মধ্যে এই প্রথমবারের মতো এই জাতীয় অভিযোগ দায়ের করা হয়েছে। থাইল্যান্ডে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এ বিক্ষোভ কয়েক মাস ধরে চলছে। রাজতন্ত্রের ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা।
×