ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত ও জাল নোটসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১৯:১৫, ২৭ নভেম্বর ২০২০

গাজীপুরে অস্ত্রসহ ৬ ডাকাত ও জাল নোটসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে পৃথক দু’টি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত এবং দুই লাখ ৬৩ হাজার টাকার জাল নোট নিয়ে এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জিএমপি’র উপ পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর) জাকির হাসান বাসন থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার চান্দনা মধ্যপাড়া এলাকার হানিফের ছেলে মো. আরিফ হোসেন (২২), জয়পুরহাট জেলার কালাই থানার আগলাপড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে সোহেল (২৮), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বিজয় নগর এলাকার রশিদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৮), জামালপুর জেলার মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারকে ছেলে মিজান (২৯), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বালিপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে শহিদুল্লাহ (২৪), কুমিল্লা জেলার হোমনা থানার ভূইয়াবাড়ি অনন্তপুর এলাকার মৃত হানিফের ছেলে শাহজালাল (২৪)। জাল টাকাসহ গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতওয়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২২) ও একই জেলার করিমগঞ্জ থানার হাত্ররাপাড়া বড়বাড়ী এলাকার শরীফ হোসেনের স্ত্রী শাপলা আক্তার (২৩)। উপ পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাসন থানাধীন চান্দনা এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ ভাড়াটিয়া মাজহারুল ইসলামকে এবং দিঘীরচালা এলাকার নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ ভাড়াটিয়া শাপলা আক্তারকে গ্রেফতার করে। এদিকে বৃহষ্পতিবার রাতে একই থানার চান্দনা এলাকার দেলোয়ারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ গোপন খবর পেয়ে পুলিশের একটি ওই এলাকায় অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি. ২টি ছোরা, ১টি লোহার রড ও রশি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রেস ব্রিফিংকালে জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, বাসন থানার ওসি রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
×