ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরানের সঙ্গে লাগতে এসো না ॥ রুহানি

প্রকাশিত: ১৩:৫২, ২৭ নভেম্বর ২০২০

ইরানের সঙ্গে লাগতে এসো না ॥ রুহানি

অনলাইন ডেস্ক ॥ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, গত তিন বছর ধরে তার দেশ শত্রুদের সঙ্গে পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছে যেখান থেকে ইরান আজকে বিজয়ী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। যারা এই যুদ্ধ চালিয়েছে তারা শিগগিরই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। ইরানের তেল মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। সম্প্রতি রাজধানী তেহরান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন। ড. হাসান রুহানি বলেন, যদিও ইরানের শত্রুরা আগেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ইরানের জনগণ তা দৃঢ়ভাবে মোকাবেলা করেছেন তবে গত তিন বছরের যুদ্ধ ছিল শত্রুদের পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়োগ করে এবং তারা এতে লজ্জাজনক পরাজয়বরণ করেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, কঠোর পদক্ষেপের মাধ্যমে আমেরিকা ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উদযাপনে বাধা দিতে চেয়েছিল। তারা ইরানের ভেতরে ঢুকে পড়তে চেয়েছিল কিন্তু তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাদের বলদর্পী শক্তির অবসান হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তিন বছরের যুদ্ধে ইরানের জনগণ দারুণভাবে বিজয়ী হয়েছেন অন্যদিকে শত্রুরা মারাত্মক পরাজয়বরণ করেছে।
×