ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু

প্রকাশিত: ০০:২৪, ২৭ নভেম্বর ২০২০

আজ ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু

জনকণ্ঠ ডেস্ক ॥ ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের বৈঠক নাইজারে শুরু হচ্ছে আজ শুক্রবার। ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমিন এক বিবৃতিতে বলেন, কাউন্সিল অব ফরেন মিনিস্টারস (সিএফএম) আইসিজেতে রোহিঙ্গা মামলার জন্য তহবিল সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা করবে। এছাড়া মুসলিম বিশ্বের অন্যান্য বিষয় যেমন- ফিলিস্তিন, সহিংসতার বিরুদ্ধে লড়াই, চরমপন্থা ও সন্ত্রাসবাদ, ইসলামোফোবিয়া এবং ধর্মীয় মানহানির বিষয়ে আলোচনা করা হবে। খবর বাসসর। ওআইসির জেনারেল সেক্রেটারির দফতর ২৭-২৮ নবেম্বর নাইজারের রাজধানী নিয়ামে ৫৭ সদস্যের ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সিএফএম কাউন্সিলের ৪৭তম অধিবেশনের আয়োজন করেছে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা দুইদিন ধরে রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত অন্যান্য বিষয়, গণমাধ্যম এবং ওআইসির প্ল্যান অব এ্যাকশন ২০২৫-এর বিষয়ে আলোচনা করবেন।
×