ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার মৃত্যু

শোকে মুহ্যমান পেলে-মেসি-নেইমাররা

প্রকাশিত: ২৩:৪২, ২৭ নভেম্বর ২০২০

শোকে মুহ্যমান পেলে-মেসি-নেইমাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলে ডিয়েগো ম্যারাডোনা একজনই। অসাধারণ সব পারফর্মেন্সের সৌজন্যে যিনি নিজেকে নিয়ে গেছেন কালের উর্ধে। চিরস্মরণীয় হয়ে আছেন সর্বকালের সেরা ফুটবলারের খাতায়। বুধবার রাতে আর্জেন্টাইন তারকা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ম্যারাডোনার জীবন প্রদীপ নিভে যাওয়ার পর থেকেই ফুটবলবিশ্ব স্তব্ধ হয়ে গেছে। শুধু ক্রীড়াঙ্গনে নয় বরং সারাবিশ্বে নামিয়েছে শোক। ম্যারাডোনার মৃত্যুতে তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে টুইট করেছেন, ‘খুবই শোকের খবর। আমার একজন খুবই ভাল বন্ধুকে হারালাম। বিশ্ব হারিয়েছে একজন কিংবদন্তিকে। তোমার সঙ্গে এখনও অনেক কথা বলার ছিল। ঈশ্বর তোমার পরিবারকে এই শোক বহন করার শক্তি দিক। আশা করছি একদিন স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব।’ ফুটবলের সর্বকালের সেরা কে, এই প্রশ্ন পেলে-ম্যারাডোনা ছিলেন বিতর্কের বড় উপাদান। তবে সেই বিতর্ক ছাড়িয়ে তারা বন্ধু ছিলেন। পেলে ছাড়াও মেসি-রোনাল্ডো-নেইমারসহ অন্যান্য ফুটবল তারকাও স্মরণ করছেন ম্যারাডোনাকে। গুরুকে হারিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে বার্সা তারকা লিখেছেন, ‘আর্জেন্টনার জন্য দিনটা খুবই শোকের। তিনি আমাদের ছেড়ে গেছেন, কিন্তু আমাদের থেকে চলে যেতে পারেননি। কারণ তিনি অমর। তার সঙ্গে থাকা মধুর স্মৃতিগুলো যত্ন করে রাখব। ওপারে ভাল থাকবেন।’ টুইটে রোনাল্ডো লিখেছেন, ‘আমার ভাল এক বন্ধুকে বিদায় জানাতে হলো। বিশ্ব বিদায় জানালো ফুটবলের অমর একব্যক্তিকে। সর্বকালের অন্যতম সেরা, অদ্বিতীয় একজন জাদুকরকে। খুব দ্রুতই চলে গেছে কিন্তু রেখে গেছে অনেক কিছু। তার শূন্যতা পূরণ হবার নয়। শান্তিতে থাকবেন, আমরা কখনই আপনাকে ভুলব না।’ বিশ্বকাপ উঁচিয়ে ধরা ট্রেডমার্ক ছবি দিয়ে নেইমার ইনস্টাগ্রামে সম্মান জানিয়েছেন ম্যারাডোনার প্রতি। লিখেছেন, ‘ফুটবল তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে সবসময়ই স্মরণ করা হবে। সেই কীর্তি তুমি রেখে গেছো।’
×