ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয় রিয়ালের, লিভারপুলের প্রথম হার ফুটবল জাদুকরকে স্মরণ

টানা চার জয়ে শেষ ষোলোতে বেয়ার্ন ও ম্যানসিটি

প্রকাশিত: ২৩:৪১, ২৭ নভেম্বর ২০২০

টানা চার জয়ে শেষ ষোলোতে বেয়ার্ন ও ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ শুরুর ঠিক সাড়ে তিন ঘণ্টা আগে আসে অপ্রত্যাশিত খবরটা। গোটা বিশ্ববাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ফুটবলের বরপুত্র দিয়াগো ম্যারাডোনা। যে কারণে স্বাভাবিকভাবেই খেলোয়াড়, কোচ, কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই ব্যথায় মুষড়ে পড়েন। তবু নিদারুণ ব্যথা বুকে নিয়েই খেলতে হয়েছে ফুটবলারদের। যে কারণে প্রতিটি ম্যাচ শুরুর আগ মুহূর্তে এক মিনিট নীরবতা পালন করে সম্মান, শ্রদ্ধা, ভালবাসা জানানো হয়েছে সদ্য প্রয়াত ম্যারাডোনকে। সবচেয়ে কষ্টের খবর পাওয়ার রাতে টানা চারটি করে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্ব অর্থাৎ শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ‘এ’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবার্গকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বেয়ার্ন। মিউনিখের দর্শকশূন্য এ্যালিয়েঞ্জ এ্যারানায় ৪৩ মিনিটে গোল করে বেয়ার্নকে এগিয়ে দেন পোলিশ তারকা রবার্ট লেভানডোস্কি। এ নিয়ে এবারের মৌসুমে ১৪তম গোল করেছেন লেভা। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লীগে এটি তার ৭১ নম্বর গোল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো সর্বকালের সর্বোচ্চ ১৩১ গোলের রেকর্ডের পর এ তালিকায় ১১৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। রিয়ালের সাবেক স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেসের সঙ্গে সমান ৭১ গোল নিয়ে এখন তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন লেভানডোস্কি। ম্যাচের ৫২ মিনিটে কিংসলে কোম্যান ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৮ মিনিটে কোম্যানের ক্রসে লেরয় সানে বেয়ার্নের হয়ে তৃতীয় গোল করেন। অস্ট্রিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচের ৭৩ মিনিটে এক গোল পরিশোধ করেন মারগিম বেরিশা। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মিডফিল্ডার মার্ক রোকা ৬৬ মিনিটে মাঠ ছাড়লে বাকি সময় বেয়ার্নকে ১০ জন নিয়ে খেলতে হয়। গ্রুপের আরেক ম্যাচে রাশিয়ার লোকোমোটিভ মস্কোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। ‘সি’ গ্রুপে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে সফরকারী ম্যানসিটি। দলটির হয়ে ম্যাচের ৩৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। ‘বি’ গ্রুপের ম্যাচে ইতালির সানসিরোতে স্বাগতিক ইন্টারের বিরুদ্ধে ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। ৫৯ মিনিটে আর্চার হাকিমির আত্মঘাতী গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
×