ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনাকে উড়িয়ে দিয়ে টানা দুই জয় রাজশাহীর

প্রকাশিত: ২৩:৪১, ২৭ নভেম্বর ২০২০

খুলনাকে উড়িয়ে দিয়ে টানা দুই জয় রাজশাহীর

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু টি২০ কাপে রাজশাহী দলটি নিয়ে সবার ভেতরই সংশয় ছিল। তুলনামূলক দুর্বল দল গড়েছে। দলটি কী খুব বেশিদূর যেতে পারবে? সেই রাজশাহীই কিনা সাকিব, মাহমুদুল্লাহ, ইমরুল, শফিউল, আরিফুলদের খুলনাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে গেছে। খুলনাকে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়ে শান্ত, ইমন, রনি, আশরাফুল, সোহান, মেহেদীদের রাজশাহী টানা দুই জয়ও তুলে নিয়েছে। খুলনাকে ১৪৬ রানে আটকে রেখে ১৭.২ ওভারেই এই রান তুলে সহজেই জিতে রাজশাহী। রাজশাহী এখন ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম স্থানে আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যদি রাজশাহীকে হারাতে পারত খুলনা তাহলে মাহমুদুল্লাহ রিয়াদের দল খুলনাও টানা ২ জয়ে শীর্ষস্থানে উঠে যেত। টুর্নামেন্টের প্রথমদিন নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার দুই দলই শেষ মুহূর্তের ঝলকানি জয় তুলে নিয়েছিল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী অনায়াসেই জিতল। প্রথম ম্যাচে শেষ ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে খুলনাকে জেতানো আরিফুল হক নিজের ব্যাটিং নৈপুণ্য ধরে রেখেছেন। টস জিতে আগে ব্যাটিং করে খুলনা। খুলনার আরিফুল এদিনও মারমুখী ব্যাটিং করেছেন। ৪৬ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বিপদের মুহূর্তে খেলতে নেমে ৩১ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেন। খুলনার ইনিংসে যা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শুরুতে এনামুল হক বিজয় (২৬) চেষ্টা করে বেশিদূর যেতে পারেননি। শেষে ষষ্ঠ উইকেটে আরিফুলের সঙ্গে ৪৯ রানের জুটি গড়া শামিম হোসেন (৩৫) দুর্দান্ত ব্যাটিং করেন। পেসার শহিদুল ইসলাম (১৭*) আলো ছড়ান। এরপরও ব্যর্থ হয়ে চলা ইমরুল কায়েস, সাকিব আল হাসান (১২), মাহমুদুল্লাহ (৭), জহুরুল ইসলাম অমিদের (১) ব্যর্থতায় ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৬ রানের বেশি করতে পারেনি খুলনা। মাহমুদুল্লাহর দলের ইনিংস শেষ হওয়ার পরই বোঝা হয়ে যায় রাজশাহীই ম্যাচটি জিততে চলেছে। শুরু থেকে শান্ত ও রনি তালুকদার যেভাবে ধুন্ধুমার ব্যাটিং করতে থাকেন তাতে ১৫ ওভারেই খেলা শেষ হয়ে যেতে পারে এমন মনে হয়। দলের তৃতীয় ওভারে দলের ২৫ রানে আনিসুল ইসলাম ইমন (২) আউট হওয়ার পর শান্ত ও রনি মারমুখী হয়ে খেলতে থাকেন। পরের ৬ ওভারেই দলকে ৭২ রানে নিয়ে যান। ৪৭ রানের জুটিও গড়ে ফেলেন। এমন মুহূর্তে রনি (২৬) আউট হয়ে গেলেও শান্ত থেমে যাননি। অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। তবে রনির আউটের পর খুব বেশি দূরে যাননি। এরপরও ম্যাচের একমাত্র অর্ধশতক শান্তর ব্যাট থেকেই মিলে। ৩৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করে আউট হন। দলের ৮৭ রানে শান্ত আউটের পর আশরাফুল ও ফজলে মাহমুদ রাব্বি মিলে দলকে জয়ের কাছে নিয়ে যান। দুইজন মিলে চতুর্থ উইকেটে ৩৩ রানের জুটি গড়েন। তাতে দল ১২০ রানে চলে যায়। এমন সময় রাব্বি (২৪) আউট হলেও আশরাফুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। নুরুল হাসান সোহানকে (১১*) নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন আশরাফুল (২৫*)। ৪ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে ১৪৭ রান করে সহজেই জিতে রাজশাহী পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে যায়। স্কোর ॥ খুলনা- ১৪৬/৬; ২০ ওভার (বিজয় ২৬, ইমরুল ০, সাকিব ১২, মাহমুদুল্লাহ ৭, জহুরুল ১, আরিফুল ৪১*, শামিম ৩৫, শহিদুল ১৭*; মুকিদুল ২/৪৪)। রাজশাহী- ১৪৭/৪; ১৭.২ ওভার (শান্ত ৫৫, ইমন ২, রনি ২৬, আশরাফুল ২৫*, রাব্বি ২৪, সোহান ১১*; আল-আমিন ১/১৩)। ফল ॥ রাজশাহী ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ নাজমুল হোসেন শান্ত (রাজশাহী)।
×