ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ মাশরাফি-সাকিবরা

প্রকাশিত: ২৩:৪০, ২৭ নভেম্বর ২০২০

ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ মাশরাফি-সাকিবরা

মিথুন আশরাফ ॥ সবাইকে কাঁদিয়ে হুট করেই চলে গেলেন ফুটবলের ‘ঈশ্বর’ খ্যাত, ডিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুতে ফুটবল অঙ্গনের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটেও। ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশের ক্রিকেটাররা। ম্যারাডোনার একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে, যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভাল থেক ওপারে জাদুকর। দি ড্রিবলিং মাস্টার। দিয়াগো আরমান্ডো মারাডোনা।’ কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছেন সাকিবও। নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে ওঠেন। ম্যারাডোনা এমনি একজন খেলোয়াড় ছিলেন। খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালবাসার কথা না বললেই নয়। খেলার মাঠে তিনি সবসময়ই পরিচয় দিয়েছেন বুদ্ধিমত্তার। তার মতো কিংবদন্তি খেলোয়াড় ছিল বলেই, ফুটবল আমাদের এত আনন্দ দেয়। বিদায়, দিয়েগো। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ওপারে ভাল থাকবেন। ডিয়েগো ম্যারাডোনা। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘একজন কিংবদন্তি যিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। ওপারে ভাল থাকবেন ডিয়েগো ম্যারাডোনা।’ শুধু মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমই নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ফেসবুকে লিখেছেন, ‘বিদায় কিংবদন্তি...বিদায় ম্যারাডোনা...।’ পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘চিরবিদায় ফুটবলের জাদুকর, আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র।’ জাতীয় দলের সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানরাও ম্যারাডোনার ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও কিংবদন্তি।’
×