ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় ইউনিলিভারের সহায়তা

প্রকাশিত: ২৩:২৯, ২৭ নভেম্বর ২০২০

করোনায় ইউনিলিভারের সহায়তা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করার পর থেকেই ইউনিলিভার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই সংক্রমণ প্রতিরোধ ও মোকাবেলায় সহায়তা করতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে। ইউনিলিভার কোভিড-১৯ মোকাবেলায় বিশ্বব্যাপী ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি ইউরো মূল্যের পণ্যসামগ্রী অনুদান করার প্রতিশ্রুতি প্রদান করে। করোনাকালে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাঁদের অনুদান প্রদান করার জন্য এসব পণ্যসামগ্রীর অধিকাংশই ইউনিসেফ ও ইউএনএইচসিআরের মাধ্যমে প্রদান করছে ইউনিলিভার। বৈশ্বিক অংশীদারিত্বের আওতায় ইউনিলিভার ও ইউনিসেফ বাংলাদেশ ২৫টি সরকারী হাসপাতাল ও ৩০টি চা বাগানের শ্রমিকসহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পণ্যসামগ্রী প্রদান করেছে। -বিজ্ঞপ্তি
×