ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএএফ জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

প্রকাশিত: ২৩:২৭, ২৭ নভেম্বর ২০২০

বিএএফ জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ কামরুল এহসান বৃহস্পতিবার ফ্যালকন হল, বাংলাদেশ বিমান বাহিনী অফিসার্স মেস ঢাকায় অনুষ্ঠিত ১১৫তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেছেন। ১৩ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ২৬ কর্মকর্তা অংশগ্রহণ করেন। শান্তি ও যুদ্ধকালীন যৌথবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের রণকৌশল অবলম্বনে ভবিষ্যত কর্মকাণ্ড কিভাবে সহজভাবে পরিচালিত করা যায় তার ওপর প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণের বিশেষ/বাস্তব ধারণা উক্ত কোর্সে দেয়া হয়। ১৯৭৬ সাল থেকে জেসিএসসি উত্তীর্ণ কর্মকর্তাগণের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ফয়সাল আহমেদকে ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট ও ট্রফি’ প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ এবং অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×