ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বাঁধ নির্মাণ নিয়ে পাক-ভারত দ্বন্দ্ব

প্রকাশিত: ২১:৩০, ২৭ নভেম্বর ২০২০

আফগানিস্তানে বাঁধ নির্মাণ নিয়ে পাক-ভারত দ্বন্দ্ব

আফগানিস্তানে শাহতুত বাঁধ নির্মাণের দায়িত্ব নিয়েছে ভারত। এ ঘোষণার পরই নড়েচড়ে বসে পাকিস্তান। বিষয়টি নিয়ে প্রয়োজনে সংঘাতের হুমকিও দিয়েছে ইমরান খানের সরকার। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানে বাঁধ নির্মাণ নিয়ে আবারও বিতর্কে জড়াতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। কাশ্মীরে সীমান্তে অবিরাম সংঘর্ষ পাক অনুপ্রবেশ নিয়ে উত্তপ্ততার মধ্যেই এবার নতুন বিতর্কের সূত্রপাত হলো। জানা গেছে, দিল্লী কাবুল নদী উপত্যকায় বাঁধ নির্মাণে উদ্যোগী হলে ইসলামাবাদ যে বাঁধ সাদবে তা আগে থেকেই স্পষ্ট ছিল ভারতের কাছে। তবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার সার্বিক ভূ-কৌশলগত পরিস্থিতি বিবেচনা করে ভারত এই সিদ্ধান্তই নিয়েছে। এর ফলে প্রথমত আফগানিস্তানের আশরফ গনি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে ভারতের। কৌশলগত ক্ষেত্রে প্রভাব বাড়বে নয়াদিল্লীর। -এনডিটিভি
×