ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘুর্ণিঝড় নিভায় বিপর্যস্ত তামিলনাড়ু

প্রকাশিত: ২১:২৯, ২৭ নভেম্বর ২০২০

ঘুর্ণিঝড় নিভায় বিপর্যস্ত তামিলনাড়ু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার কারণে ভারতের তামিলনাড়ু এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তামিলনাডুর দক্ষিণাঞ্চলীয় উপকূলে ঝড়টি আছড়ে পড়ার পর বিভিন্ন এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ও অসংখ্য গাছ উপড়ে ফেলা ছাড়াও তুমুল বৃষ্টি ঝরাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের আগে রাত আড়াইটার দিকে ঝড়টি পুদুচেরির ৩০ কিলোমিটার উত্তরে তামিলনাড়ু উপকূলীয় শহর মারাক্কানামে আঘাত হানে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। নিম্নচাপ থেকে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ এবং পরে শক্তি হারিয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়া নিভার আছড়ে পড়ার আগেই উপকূলীয় রাজ্যগুলোর প্রায় দুই লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঝড়ের কারণে হওয়া তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তামিলনাড়ুর সবচেয়ে বড় শহর চেন্নাইয়ের কয়েকটি সড়ক ডুবে গেছে। চেন্নাইয়ে উপড়ে পড়া গাছ ও কিছু রাস্তায় হাঁটু সমান উচ্চতার পানিতে লোকজনকে হাঁটতে দেখা গেছে। -এনডিটিভি
×