ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ২১:১২, ২৭ নভেম্বর ২০২০

শেয়ারবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবারের মতো সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। এই দিনেও লেনদেন ও দরবৃদ্ধিতে আধিপত্য বিস্তার করেছে তালিকাভুক্ত বীমা খাত। প্রধান শেয়ারবাজার ডিএসইতে সারাদিনে বীমা খাতটির ৩৯ দশমিক ৭০ শতাংশ লেনদেন করেছে। জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭.৭৫ পয়েন্ট এবং সিডিএসইসি ০.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১৮.৮৫ পয়েন্ট, ১ হাজার ৬৮৯.৭০ এবং ৯৯০.৫৫ পয়েন্টে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। শেষ পর্যন্তও এই প্রবণতা বজায় ছিল। ডিএসইতে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ১৫৫ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগেরদিন লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসইতে ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির বা ৩৫.৮২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১১৯টির বা ৩৫.৫২ শতাংশের এবং ৯৬টি বা ২৮.৬৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে বৃহস্পতিবারেও লেনদেনের শীর্ষে ছিল বীমা খাতের কোম্পানিগুলো। দিনভর সেখানে খাতটির প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। সেখানে ২৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এরপরেই রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানির শেয়ার। সারাদিনে সেখানে মোট লেনদেনের ১১ শতাংশ ২৬ শতাংশ দখল করেছে খাতটি। ডিএসইতে মিউচুয়াল ফান্ডের মোট ৮২ কোটি টাকার লেনদেন করেছে। এই খাতটি মোট লেনদেনের ১১ দশমিক ০৭ শতাংশ দখল করেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ ৩ হাজার ৯৬১.৯৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। সিএসইতে ২৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×