ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২০:৩৫, ২৬ নভেম্বর ২০২০

যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। প্রকল্পগুলো পেতে ধৈর্য ধরতে হবে। সরকারের কাজ করার ক্ষমতা আছে। ক্ষমতা আছে বলেই আমরা বড় বড় প্রকল্প নিতে পারছি। যমুনা ভাঙন প্রতিরোধে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে টাঙ্গাইলের ভুঞাপুর, কালিহাতী ও সদর উপজেলা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। নদীর গতিপথ পর্যবেক্ষণ করে ভাঙ্গন প্রতিরোধে কাজ করতে হয়। যে কারণে কাজ করতে একটু সময় লাগে। বৃহস্পতিবার দিনব্যাপী টাঙ্গাইল, ভূঞাপুর ও কালিহাতী উপজেলার বেশকয়েকটি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরে কালিহাতী উপজেলার গড়িলাবাড়ি এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
×