ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্যাডি সাইলো নির্মাণের জন্য খাদ্য অধিদপ্তরকে ১১০ শতক জমিদান

প্রকাশিত: ২০:৩৩, ২৬ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ে প্যাডি সাইলো নির্মাণের জন্য খাদ্য অধিদপ্তরকে ১১০ শতক জমিদান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ কৃষকদের উৎপাদিত ধান নিয়ে দুশ্চিন্তা দূর করার লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় প্যাডি সাইলো নির্মাণের জন্য খাদ্য অধিদপ্তরকে ১১০ শতক জমি দান করলেন সাবেক পানি ও খাদ্যমন্ত্রী এবং আওয়ালীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বৃহস্পতিবার তিনি সদর সাব রেজিস্টারের মাধ্যমে ওইজমি রেজিষ্ট্রি দান করেন। রুহিয়া থানা আওয়ামীলীগেরর সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন এলাকার উন্নয়নে ঠাকুরগাঁও জেলায় প্যাডি সাইলো স্থাপনের চেষ্টা করে আসছিলেন। এজন্য সরকারিভাবে জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় তিনি নিজে জমি কিনে নিয়ে তা খাদ্য অধিদপ্তরকে দান করেন। বৃহস্পতিবার তার দলিল সম্পাদিত হয়। এর ফলে জেলার রুহিয়া খাদ্যগুদামে সাইলো নির্মাণে আর কোন জটিলতা থাকল না। জেলা খাদ্য বিভাগ জানায়, খাদ্য অধিদপ্তর স্বল্প সময়ের মধ্যে রুহিয়া খাদ্য গুদামে প্যাডি সাইলো নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এটি নির্মিত হলে ওই এলাকার কৃষকদের উৎপাদিত ধান নিয়ে দুশ্চিন্তা থাকবে না। বিশেষ করে বোরো উৎপাদনের সময় বর্ষা নামায় ধান নিয়ে কৃষক বিপাকে পড়েন। সাইলোর আওতাধীন কৃষকরা কাচাধান সাইলোতে দিয়ে ১৪ শতাংশ আদ্রতা সম্পন্ন ধান পাবে এবং সরকার সরাসরি ওই ধান ক্রয় করলে কৃষকদের নায্যমূল্য নিশ্চিত হবে। সেই সাথে এটি হবে জেলার দ্বিতীয় ভারী শিল্প।
×