ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতছড়িতে ৩টি দাঁড়াশ সাপ অবমুক্ত

প্রকাশিত: ১৯:৫৩, ২৬ নভেম্বর ২০২০

সাতছড়িতে ৩টি দাঁড়াশ সাপ অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের বনাঞ্চলে ৩টি দাঁড়াশ সাপ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নবেম্বর) রাত ৭টায় এসব তথ্য নিশ্চিত করে সাতছড়ি বন্যপ্রাণি রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বিকেল প্রায় ৪টায় সাপগুলো অবমুক্ত করা হয়। এর আগে বিকেল প্রায় ৩ টায় চুনারুঘাট বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ১টি বাচ্চাসহ ৩টি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। পরে সাতছড়িতে নিয়ে আসা হয় অবমুক্ত করার জন্য। তিনি জানান, সাতছড়িতে বিষধর সাপের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন গ্রিন মাম্বা (স্থানীয় ভাষায় নীল সাপ), লাল-গলা ঢোঁড়া, তিন প্রজাতির গোখরা সাপ, তিনটি প্রজাতির কাল-নাগিনী, কিং কোবরা, দাঁড়াশসহ প্রায় ১৮ প্রজাতির সাপ। এখানে খাদ্য থাকায় সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হবিগঞ্জের বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আজীবন সদস্য ড. জহিরুল হক শাকিল বলেন, কৃষকের নীরব বন্ধু দাঁড়াশ সাপ। এ সাপটির প্রধান খাবার ইঁদুর। মূলত ইঁদুর খেয়েই এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আড়ালে থেকে কৃষকের বন্ধু হিসেবেও কাজ করে এটি। কিন্তু অজ্ঞতা আর কুসংস্কারের কারণে প্রতিনিয়ত মানুষের হাতে প্রাণ দিতে হয় এদের। সারাদেশেই দাঁড়াশ সাপের দেখা মেলে। এরা এখনও বিপন্ন পর্যায়ে না গেলেও আগের মতো তেমন একটা দেখা যায় না। দাঁড়াশ সাপ সর্বোচ্চ ৩৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। কৃষকের বন্ধু হিসেবে পরিচিত এই সাপ দেখতে খুবই সুন্দর।
×