ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের বিরুদ্ধে মামলা চালাতে গাম্বিয়াকে আর্থিক সহায়তা দেবে ওআইসি

প্রকাশিত: ১৯:১৫, ২৬ নভেম্বর ২০২০

মিয়ানমারের বিরুদ্ধে মামলা চালাতে গাম্বিয়াকে আর্থিক সহায়তা দেবে ওআইসি

অনলাইন ডেস্ক ॥ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা চালাতে গাম্বিয়াকে আর্থিক সহায়তা দেবে ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসি। ওআইসি পররাষ্ট্র মন্ত্রীদের কাউন্সিল সিএফএম-এর ৪৭তম অধিবেশন বসবে ২৭ নভেম্বর, নাইজারের রাজধানী নিয়ামিতে। এই সম্মেলনেই গাম্বিয়ার জন্য তহবিল সংগ্রহের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। -ইউএনবি,বিজনেস স্ট্যান্ডার্ড ওআইসি সচিবালয় জানিয়েছে, সিএফএম সম্মেলনে ওআইসির সদস্য নয়, এমন দেশগুলোতে সংখ্যালঘু মুসলমানদের হাল-হকিকত নিয়ে আলোচনা হবে। ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মুসলমানদের ওপর চলতে থাকা আগ্রাসন-নির্যাতন নিয়ে কথা বলবেন ওআইসি’র ৪৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা। রোহিঙ্গাদের নির্বিচারে খুন ও দেশত্যাগে বাধ্য করায় মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। গাম্বিয়াকে মামলা চাোতে ওআইসির পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে জানানো হয়।
×