ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দূঘর্টনায় লেগুনার চালকের সহকারী নিহত

প্রকাশিত: ১৮:৩২, ২৬ নভেম্বর ২০২০

রাজধানীতে সড়ক দূঘর্টনায় লেগুনার চালকের সহকারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান থানার নর্দ্দা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় হৃদয় হোসেন (২০) নামে লেগুনাচালকের সহকারী নিহত হয়েছেন। তার বাবার নাম জামাল হোসেন। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুরে। দুই ভাই ও চার বোনের মধ্যে হৃদয় পঞ্চম। পরিবার নিয়ে রাজধানীর মুগদার আড়ৎ বেকারি গলিতে থাকতেন তিনি। নিহতের বড় ভাই বিল্লাল হোসেন জানান, হৃদয় একটি লেগুনার হেলপারি করতো। বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে হৃদয় লেগুনা নিয়ে বসুন্ধরা এলাকায় যান। সেখান থেকে ফেরার সময় নর্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় লেগুনাটি নষ্ট হয়ে যায়। তখন তিনি লেগুনা থেকে নেমে পাশে দাঁড়ান। এ সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে এসে হৃদয়কে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মহিবুল্লাহ জানান, চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
×