ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০২:২২, ২৬ নভেম্বর ২০২০

রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের এই কর্মকর্তাকে চুক্তিতে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খবর বাংলানিউজের। গত বছরের ২১ নবেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী ও কনস্যুলার) থাকার সময় কামরুল আহসানকে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়। আগামী ৩১ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ‘সরকারী চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী পিআরএল ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে কামরুল আহসানকে এই নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে আদেশে বলা হয়, আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
×