ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিক্সায় সদরঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন তাপস

প্রকাশিত: ০২:১৭, ২৬ নভেম্বর ২০২০

রিক্সায় সদরঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন তাপস

জবি সংবাদদাতা ॥ রিক্সায় সদরঘাটের বিভিন্ন স্থান ঘুরে পরিদর্শন করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার বেলা সাড়ে ১১টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সদরঘাটের লালকুঠি ঘাটে আসেন তিনি। লালকুঠি পরিদর্শনের পর রিক্সায় করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল আসেন এরপর আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শন করেন তিনি। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন তিনি। এ সময় সদরঘাটের ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজীসহ স্থানীয় দেড় শতাধিক নেতাকর্মী স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। এদিকে তার আগমনকে কেন্দ্র করে লোকসমাগম করতে নিষেধ করেন মেয়র। এর আগে মেয়র তাপসের ৪৯তম জন্মদিন উপলক্ষে সদরঘাট এলাকায় সাধারণ মানুষের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করেন ডিএসসিসি ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী।
×