ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা ঘরের বাইরে থাকতে পারবে না’

প্রকাশিত: ০১:৪৫, ২৬ নভেম্বর ২০২০

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা ঘরের বাইরে থাকতে পারবে না’

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেছেন, ‘সন্ধ্যা ৭টার পরে তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা অভিভাবক ছাড়া বাইরে যেতে পারবে না।’ মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের। তিনি বলেন, কোন কারণ ছাড়া ‘ইয়াং’ ছেলেমেয়ে ও শিক্ষার্থীরা বাইরে যেতে পারবে না। যেতে হলে অভিভাবকের সঙ্গে যাবে। এছাড়া চায়ের দোকানগুলোতে কোন টেলিভিশনও থাকবে না। কারণ এই টেলিভিশন আড্ডা তৈরি করে। ড. রহিমা খাতুন বলেন, ইদানিং উঠতি বয়সী ছেলেমেয়ে এবং শিক্ষার্থীদের লেখাপড়া বাদ দিয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আড্ডা চলে ঘরের বাইরে। বাজারের চায়ের দোকানে চলে টেলিভিশন। বয়স্ক, তরুণ একযোগে আড্ডা চলে এসব দোকানে। এতে যে শিক্ষার্থী আছে তারা পড়াশোনা করে না। আর যারা পড়াশোনা করে না কৃষক বা কাজ করে তারা অনেক সময় ধরে এখানে বসে থেকে অলস সময় কাটায়। ফলে তার পরিবারে কী হচ্ছে তার ছেলেমেয়ে পড়াশোনা করছে কিনা সেদিকে খেয়ালও রাখে না।
×