ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার নিউজিল্যান্ডের উপকূলে প্রায় এক শ’ তিমির মৃত্যু

প্রকাশিত: ০১:৪৪, ২৬ নভেম্বর ২০২০

এবার নিউজিল্যান্ডের উপকূলে প্রায় এক শ’ তিমির মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ নিউজিল্যান্ডের দুর্গম চ্যাথাম দ্বীপের সমুদ্র উপকূলে আটকা পড়ে প্রায় এক শ’ পাইলট তিমির মৃত্যু হয়েছে। দেশটির সংরক্ষণ কর্মকর্তারা জানিয়েছেন, তিমি আটকা পড়ার বিষয়টি গত রবিবার তারা জানতে পারেন। তবে তারা যখন ওয়েতাঙ্গি ওয়েস্ট বিচ’র ঘটনাস্থলে পৌঁছান তখনও কয়েকটি প্রাণী জীবিত ছিল। খবর বিবিসির। এই ঘটনায় মোট ৯৭টি তিমি ও তিনটি ডলফিনের মৃত্যু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার উপকূলে শত শত তিমির আটকেপড়া ও মারা যাওয়ার খবর প্রকাশিত হয়। নিউজিল্যান্ডের মূল দ্বীপাঞ্চলগুলো থেকে প্রায় আট শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত চ্যাথাম দ্বীপ। সেখানকার উপকূলে এসব তিমি আটকে পড়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি দেশটির কর্মকর্তারা।
×