ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

প্রকাশিত: ২৩:০৬, ২৬ নভেম্বর ২০২০

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই জরুরী স্বাস্থ্যসেবা বিষয়ে আন্তর্জাতিক সিম্পোজিয়াম

কমিউনিটি ইনিশিয়েটিভ সােসাইটি (সিআইএস) এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এশিয়া প্যাসিফিক এ্যালায়েন্স (এ-প্যাড) বুধবার ঢাকায় ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা (ডিআরএম) এবং টেকসই জরুরী স্বাস্থ্যসেবা-জনগোষ্ঠী ও বেসরকারী খাতের ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করে। এ-প্যাড বাংলাদেশের স্থানীয় অংশীদার, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী সেক্টরসমূহের সমন্বয়ে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সিআইএস এবং এ-প্যাড যৌথভাবে ‘বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বহু সেক্টর প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা ও টেকসই ব্যবস্থাপনার জন্য ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প’ নামে যে প্রকল্পটি বাস্তবায়ন করছে তার সঙ্গে সম্পর্ক রেখেই সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। এ-প্যাড বাংলাদেশের বহু-সেক্টরীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা ও জনগোষ্ঠীর সহনশীলতা গড়ে তুলতে এবং জাতীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার করার জন্য এনজিও, বেসরকারী সংস্থা, ব্যবসায়ী গোষ্ঠী এবং সরকারের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করতে এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম সহায়কের ভূমিকা পালন করবে। সিম্পোজিয়ামে বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশে জাপান রাষ্ট্রদূত ইতো নওকি, এ-প্যাডের প্রধান নির্বাহী কেনসুক ওনিশি, সিআইএস ও এ-প্যাড চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান। -বিজ্ঞপ্তি।
×