ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মৃত্যু

প্রকাশিত: ২১:৫২, ২৬ নভেম্বর ২০২০

করোনায় কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল। দিল্লীর মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৩টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর অন্যতম আস্থাভাজন রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন আহমেদ প্যাটেল। তিনি কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। খবর এনডিটিভি অনলাইনের। আহমেদ প্যাটেলের মৃত্যুতে কংগ্রেস, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন। সোনিয়া গান্ধী শোক প্রকাশ করে বলেছেন, তিনি এক বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারিয়েছেন। আহমেদ প্যাটেলের শূন্যতা অপূরণীয়। সোনিয়া গান্ধী বলেন, আমি এমন একজন সহকর্মীকে হারিয়েছি, যার পুরো জীবন কংগ্রেসের জন্য নিবেদিত ছিল।
×