ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স শুরু শুক্রবার থেকে

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স শুরু শুক্রবার থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হবে শুক্রবার। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। প্রতিযোগিতার বিস্তারিত জানাতে বুধবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে। এবারের প্রতিযোগিতায় ৬৪ জেলা, ৮ বিভাগ, শিক্ষা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০০ বালক-বালিকা এবং কিশোর-কিশোরী এ্যাথলেট অংশ নেবেন। ৪টি গ্রুপে ৪১ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বালক-বালিকা অ-১৭ গ্রুপে ১৪ ইভেন্ট এবং কিশোর-কিশোরী অ-১৯ গ্রুপে হবে ২৭ ইভেন্ট। এই প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত এ্যাথলেটদের জাতীয়ভাবে প্রশিক্সণ ক্যাম্পের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাঙলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি জাহেদুল আলম এবং সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু।
×