ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিজানুর রহমান চাকলাদারের জামিন প্রশ্নে রুল শুনানী শেষ : রায ৩০ নবেম্বর

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ নভেম্বর ২০২০

মিজানুর রহমান চাকলাদারের জামিন প্রশ্নে রুল শুনানী শেষ : রায ৩০ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ চার মামলায় ডিজিটাল জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাতকারী আমদানি কারক মুভি ট্রেড ইন্টার ন্যাশানালের সত্বাধিকারী মো. মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদার এর চার মামলায় জামিন প্রশ্নে রুল শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য ৩০ নবেম্বও দিন ধার্য্য করা হয়েছে। এর আগে গত ১১ অক্টোবর তাকে জামিন কেন প্রদান করা হবে না সেই মর্মে চার মামলায় দুই সপ্তাহ করে রুল জারি করেছিল আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর ভার্চুয়াল বেঞ্চ বুধবার এই আদেশ দেন । জামিন আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমদ, ব্যারিস্টার মাহবুব শফিক ও এ্যাডভোকেট একরামুল হক টুটুল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী এ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি ।
×