ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সপরিবারে করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতা অসিত সরকার

প্রকাশিত: ১৬:১৪, ২৫ নভেম্বর ২০২০

সপরিবারে করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতা অসিত সরকার

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। ডাক্তারের পরামর্শে বর্তমানে রাজধানীর বেইলি রোডের বাসায় চিকিৎসা নিচ্ছেন তাঁরা। সম্প্রতি তার ছোট ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার অসিত সরকার সজল বলেন, কোভিড পজেটিভ হওয়ার পর থেকে ডাক্তারের পরামর্শে এখন পর্যন্ত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। তিনি জানান, একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আবার পঁচাত্তরের বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে অস্ত্র হাতে খন্দকার মোশতাককে হত্যার মিশন নিয়ে পুলিশের কাছে ধরে পড়ে ১৪ বছর জেল খেটেছি। জীবনে প্রাপ্তি বলতে জেল, জুলুম ও নির্যাতন সয়েছি। এখন সপরিবারে করোনায় আক্রান্ত। আমি সকলের কাছে আশির্বাদ প্রার্থী। তিনি জানান, ১৪ নবেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে নেত্রকোণায় গিয়েছিলাম। বাড়ি গিয়ে নেত্রকোনা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগও করেছি। সেখান থেকে আসার পর করোনার লক্ষণ দেখা দেয়। তারপর স্বাস্থ্য পরীক্ষায় কোভিড পজেটিভ আসে।
×