ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ নভেম্বর ২০২০

রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল রক্ষার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল রক্ষাসহ ৯দফা দাবিতে প্রচার মিছিল এবং মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ(স্কপ)। এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরুতেই একটি প্রচার মিছির বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সভাপতি কমরেড মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট নেতা কমরেড পারুল মজুমদার, জাতীয় শ্রমিক লীগ নেতা সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা কমরেড দেবাশীষ রায়, আখচাষী নেতা কমরেড আনছার আলী দুলাল, কমরেড আব্দুল করিম, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক কমরেড নির্মল চৌধুরী, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন প্রমূখ। মানববন্ধনকালে বক্তারা রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল রক্ষা, গণতান্ত্রিক শ্রম আইন, নায্য মজুরী ও ট্রেড অধিকার রক্ষাসহ ৯ দফা দাবি জানান। তারা বলেন, জাতীয় স্বার্থ বিরোধী পাটকল ও চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে। রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা। দাবি আদায় না হলে পরবর্তীতে সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন আখচাষী নেতারা।
×