ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১৪:১৪, ২৫ নভেম্বর ২০২০

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনা সদর উপজেলার হাটখোলা বাজারে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ২৫ লাখ টাকা। স্থানীয়রা জানান, রাত পৌণে একটার দিকে শফিকুল ইসলামের কাপড়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে নেত্রকোনা সদর থেকে দমকল বাহিনীর একটি ইউনিট পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি দোকান পুড়ে যায়। এরমধ্যে রয়েছেÑ মনোহারি, কাপড়, চালের আড়ত, পান-সুপারি, গার্মেন্টস পণ্য ও ক্রোকারিজের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন: শহীদ মিয়া, নওয়াব আলী, আব্দুল আজিজ, মুসলেম উদ্দিন, শহিদুল ইসলাম, শাহ আলম, লাল মিয়া, সাহেদ আলী, শফিকুল ইসলাম, জালাল মিয়া, মামুন মিয়া ও নেকবর আলী। এদের মধ্যে কেউ কেউ একেবারে পথে বসে গেছেন। নেত্রকোনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার খানে আলম খান জানান, তাদের হিসেবে এ অগ্নিকাণ্ডে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ৫৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×