ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ১৩:৪৪, ২৫ নভেম্বর ২০২০

হাতিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ চিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ, গুনীজনদের সন্মাননা প্রদান ও আলোনচসভার মধ্য দিয়ে পালিত হলো অন লাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত দ্বীপ হাতিয়ার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। আজ বুধবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় ভবনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এই উপলক্ষ্যে জাগ্রত দ্বীপ হাতিয়ার মহাপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এনামুল হক । বক্তব্য রাখেন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এডভোকেট ফজলে আজিম তুহিন, শিক্ষক নঈম শামীম খান , হাতিয়া সমিতি নোয়াখালীর সভাপতি আহসানুল করিম সোহেল, সমাজ কর্মী মেফতাহ উদ্দিন বাক্কু, ব্যবসায়ী আব্দুল কাদের, বাংলাদেশ কুটির হাতিয়ার সভাপতি মুশফিকুর রহিম মঞ্জু, ফাহিম উদ্দিন, সোহেল রানা প্রমূখ। এসময় সাংবাদিকতায় আরটিভির হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরন, মোহনা টিভির প্রতিনিধি ফিরোজ উদ্দিন, খোলা কাগজের প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, স্বাস্থ্য সেবায় ডাক্তার নাজিম উদ্দিন, ডাক্তার নিজাম উদ্দিন মিজান সহ বিভিন্ন কেটাগরিতে ২১জন ব্যাক্তি ও ৩১টি সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সন্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন- তিলোত্তমা হাতিয়া, দ্বীপাঞ্চল হাতিয়া,নিঝুম ব্লাড ফাউন্ডেশন, প্রজন্ম হাতিয়া, হাতিয়া মানব কল্যাণ ফোরাম সহ হাতিয়ার প্রায় ৩১ টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা আলোচনা ও সন্মাননা প্রদান শেষে একশত জন ছিন্নমুল মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
×