ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষণে অভিযুক্ত বিমান বাহিনী সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর

প্রকাশিত: ১৩:৪৩, ২৫ নভেম্বর ২০২০

ধর্ষণে অভিযুক্ত বিমান বাহিনী সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের চুনারুঘাটে নালুয়া চা বাগানে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি ও বিমানবাহিনীর সদস্য খোকন ভৌমিককে (২৫) পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২৪ নবেম্বর) রাতে ঢাকায় বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটি থেকে তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। তিনি উপজেলার নালুয়া চা বাগান এলাকার মৃত নিবারণ ভৌমিকের ছেলে। পুলিশ জানায়, খোকন বিমানবাহিনীর এলএসএ পদে চাকরিরত। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সোমবার (২৩ নবেম্বর) বিমানবাহিনী কর্তৃপক্ষকে আসামি হস্তান্তরের জন্য পুলিশের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তারা আনুষ্ঠানিকভাবে খোকনকে পুলিশের নিকট হস্তান্তর করেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, ধর্ষণের অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় বিমানবাহিনী খোকনকে পুলিশের নিকট হান্তান্তর করেছে। মামলার আরেক আসামী সেনাবাহিনীর সদস্য বিশ্বজিৎ ভৌমিকের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। গত ২২ সেপ্টেম্বর খোকনের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বোন চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। ধর্ষণে সহযোগিতার অভিযোগে একই মামলায় আসামী দেয়া হয়েছিল বিমানবাহিনী সদস্য এবং নালুয়া চা বাগান এলাকার সাগর ভৌমিকের ছেলে বিশ্বজিৎ ভৌমিককেও। নির্যাতনের শিকার মেয়েটি মৌলভীবাজারের কুলাউড়া ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও চুনারুঘাট নালুয়া চা বাগান এলাকার বাসিন্দা। মামলায় বলা হয়, তাকে গত ১১ সেপ্টেম্বর লেখাপড়ার কথা বলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেছিলেন বিমানবাহিনীর সদস্য খোকন। ধর্ষণে সহযোগিতা করেছিলেন সেনা সদস্য বিশ্বজিৎ। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে দুইদিন ভর্তি রাখা হয়।
×