ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হলেন মেজঃ জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশিত: ০০:২১, ২৫ নভেম্বর ২০২০

সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হলেন মেজঃ জেনারেল ওয়াকার-উজ-জামান

জনকণ্ঠ ডেস্ক ॥ সেনা সদর দফতরের সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) করেছে সরকার। গুরুত্বপূর্ণ এই পদে তাকে নিয়োগের খবরটি উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা মঙ্গলবার নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের। ওয়াকার-উজ-জামান পিএসও পদে লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের উত্তরসূরি হচ্ছেন। মাহফুজুর রহমানের চাকরির মেয়াদ আগামী ৩০ নবেম্বর শেষ হচ্ছে। সেদিন থেকেই নতুন পিএসওর নিয়োগ কার্যকর হবে। ১৯৮৫ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়া ওয়াকার-উজ-জামান সেনা সদর দফতরের সামরিক সচিবের দায়িত্ব পান ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। তার আগে তিনি নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে ছিলেন।
×