ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা অধিনায়কের সঙ্গে সম্পর্ক খারাপের বিষয়টি উড়িয়ে দিলেন ফরাসী ফরোয়ার্ড গ্রিজম্যান

‘মেসিকে আমি সম্মান করি’

প্রকাশিত: ২৩:৪৬, ২৫ নভেম্বর ২০২০

‘মেসিকে আমি সম্মান করি’

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ সালে এ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সিলোনায় লিওনেল মেসির সতীর্থ হয়েছেন ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। কিন্তু ন্যুক্যাম্পে আসার পর এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। এর মধ্যে আবার উটকো ঝামেলা সামনে এসেছে। সংবাদমাধ্যমে প্রায়শই বলা হচ্ছে, মেসির সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছে না গ্রিজম্যানের। একের পর এক এমন খবরে এবার বিরক্ত প্রকাশ করেছেন ২৯ বছর বয়সী এই তারকা। গ্রিজম্যান জানিয়েছেন, যা বলা হচ্ছে তা দেখে আমি বিস্মিত। কারণ মেসিকে আমি সম্মান করি। তার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। গত বছরের আগে ২০১৮ সালেও ন্যুক্যাম্পে আসার সুযোগ পেয়েছিলেন গ্রিজম্যান। ওই সময় মেসি নিজেই গ্রিজম্যানকে দলে আনতে উদগ্রীব ছিলেন। কিন্তু সেবার বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। থেকে গিয়েছিলেন এ্যাটলেটিকোতেই। ওই সময় খুব কষ্ট পেয়েছিলেন মেসি। এ প্রসঙ্গে গ্রিজম্যান বলেন, বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি শুনে মেসির মাথা নষ্ট হয়ে গিয়েছিল সে সময়। সে খুব কষ্ট পেয়েছিল। তিনি আরও বলেন, যখন আমি বার্সায় আসি তখন মেসির সঙ্গে কথা বলেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, যে সময় আমি বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম তখন তিনি খুব হতাশ হয়েছিলেন। কারণ মেসি সবার সামনেই আমাকে ন্যুক্যাম্পে নেয়ার কথা বলেছিলেন। মেসির সঙ্গে সম্পর্ক মন্দ বিষয়ে গ্রিজম্যান বলেন, ক্লাবে সব সমস্যার কারণ আমি এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। অনেকদিন ধরে এসব মন্তব্য শুনছি আমি। যথেষ্ট হয়েছে এটা বলার এখনই সময়। তিনি বলেন, আমার এজেন্ট হলো আমার বোন, কিন্তু সে এসব বিষয়ে কথা বলে না। এমনকি আমার মা-বাবাও না। কেউ একটা মন্তব্য করেছিল যা মেসির সঙ্গে আমার সম্পর্ক ফাটল ধরাতে এবং ধোঁয়াশা তৈরি করতে পারে। কিন্তু মেসি জানে, তাকে আমি অনেক সম্মান করি। আমি তার কাছ থেকে শিখি। এ বিষয়ে মেসির সঙ্গে তিনি খোলাখুলি কথাও বলেছেন বলে জানিয়ে গ্রিজম্যান বলেন, আমি মেসিকে বলেছি, এসব খবরে আমার কিছু করার নেই। এমনকি আমি তাদের সঙ্গে কথাও বলি না। উল্লেখ্য, ২০১৯ সালের দলবদলে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সিলোনায় যোগ দেন গ্রিজম্যান।
×