ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ কাপে দারুণ বোলিংয়ে সাকিবের ফেরা

প্রকাশিত: ২৩:৪৫, ২৫ নভেম্বর ২০২০

টি২০ কাপে দারুণ বোলিংয়ে সাকিবের ফেরা

স্পোর্টস রিপোর্টার ॥ ফেরাটা দুর্দান্তই হয়েছে, দীর্ঘ ৪০৯ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। গত বছর ১২ অক্টোবর ফ্র্যাঞ্চাইজি আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) টি২০ খেলার পর আর মাঠে নামা হয়নি। ২৯ অক্টোবর ফিক্সিংয়ের একাধিক প্রস্তাব পেয়ে তা গোপন করার অপরাধে ১ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করে আইসিসি। অবশেষে মঙ্গলবার বঙ্গবন্ধু টি২০ কাপে ফিরেছেন তিনি। শুরুটা বল হাতে হয়েছে এই বাঁহাতি অলরাউন্ডারের। দীর্ঘ ১৪ মাস পর বোলিংয়ে পুরনো সাকিবকেই দেখা গেছে। এদিন নিজের সপ্তম বলেই উইকেট তুলে নেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জেমকন খুলনার জার্সিতে ফরচুন বরিশালের বিরুদ্ধে টি২০ খেলতে নেমে সাকিব ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। ম্যাচ পরিস্থিতির কারণে আরেকটি ওভার করা হয়নি তার। তাই শেষ করতে পারেননি এদিন বোলিংয়ের কোটা। টস জিতে আগে বোলিংয়ে নামে খুলনা। ঢাকা পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে তোলে ৩৮ রান। টিভি পর্দায় চোখ রাখা ভক্ত-সমর্থকদের নজর ছিল সাকিবের বোলিং দেখার। পাওয়ার প্লে শেষ হতেই বল হাতে আক্রমণে আসেন বাঁহাতি এই স্পিনার। সপ্তম ওভারে তিনি মাত্র ৩ রান দেন দুই তরুণ পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুবকে। নবম ওভারে আবার বোলিংয়ে এসেই সাফল্য পান। ক্রিকেট ম্যাচ খেলতে নামার পর নিজের সপ্তম বলেই টি২০ ক্রিকেটে বাংলাদেশ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার আফিফকে শিকার করেন সাকিব। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জহুরুল ইসলাম তার করা পুলকে ক্যাচে পরিণত করেন। তবে ওই ওভারের চতুর্থ বলে সাকিবকে বিশাল ছক্কা হাঁকান ইমন। দ্বিতীয় ওভারে আর ৮ রান দেন সাকিব (২-০-১১-১)। এরপর বিরতি দিয়ে ইনিংসের ১৩তম ওভারে আবার বোলিংয়ে ফেরেন তিনি। এবার তার বোলিং থেকে আসে ৭ রান (৩-০-১৮-১)। মঙ্গলবার ৪ জন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল খুলনা। ম্যাচ পরিস্থিতি বিবেচনায় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর বল দেননি সাকিবের হাতে। সেই সঙ্গে স্পিনার হিসেবে সন্ধ্যার পর বল গ্রিপিংয়ে সমস্যার বিষয়টিও কাজ করেছে। কারণ শীতের শিশিরে স্পিনারদের জন্য রাতে বোলিং করা কঠিন। তাই দারুণ বোলিং করলেও সাকিব তার বোলিং কোটার ৪ ওভার শেষ করতে পারেননি। ১২ অক্টোবর সর্বশেষ যে ম্যাচ খেলেছিলেন সিপিএল টি২০তে সেখানে আগে ব্যাট করেছিলেন। রান করেছিলেন ১৫। পরবর্তীতে বল হাতে মাত্র ২ ওভার করেছিলেন, রান দিয়েছিলেন ১৮। তবে ২৪ নবেম্বর ফিরতি ম্যাচে বল হাতে বেশ ভালই করলেন সাকিব। চলমান আসরে আরও ৭ ম্যাচ খেলার সুযোগ রয়েছে, ফেরার ম্যাচে যেমন বোলিং করেছেন তাতে করে সাকিব বল হাতে দুর্দান্ত কিছু করার ইঙ্গিত দিয়েই রাখলেন।
×