ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব এ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

প্রকাশিত: ২৩:৩৯, ২৫ নভেম্বর ২০২০

বিশ্ব এ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

বাংলাদেশে ‘বিশ্ব এ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার, এ্যান্টিবায়োটিক ও অন্যান্য জীবাণুরোধী ওষুধের সতর্ক ব্যবহার’ শীর্ষক সেøাগানের মাধ্যমে দেশব্যাপী ১৮-২৪ নবেম্বর বিশ্ব এ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে এ্যান্টিবায়োটিক ও অন্যান্য জীবাণুরোগী ওষুধের ব্যবহারে সচেতনতামূলক কাজ করা হয় এ সপ্তাহে। সরকারের পক্ষ থেকে সিডিসি, স্বাস্থ্য অধিদফতর দেশব্যাপী এ সপ্তাহ উদ্যাপন করছে। জাতীয় থেকে উপজেলা পর্যন্ত সকল পর্যায়ে একযোগে সপ্তাহটি উদ্যাপিত হচ্ছে। বিগত কয়েকবছর ধরেই এ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা নিয়ে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কাজ হয়ে আসছে, যা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। এ বছর এ সপ্তাহের শুরুটা বাংলাদেশের জনগণের জন্য কেবলই আনন্দের। কেননা, বিশ্বের দরবারে বাংলাদেশ আরেকবার নেতৃত্বের আসনে আসীন হয়েছে এ এ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স সংবরণকে সামনে রেখে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২ বছরের জন্য ডঐঙ, ঋঅঙ ও ঙওঊ কর্তৃক ঙহব ঐবধষঃয এষড়নধষ খবধফবৎং এৎড়ঁঢ় ড়হ অহঃরসরপৎড়নরধষ জবংরংঃধহপব এর কো-চেয়ার হিসেবে মনোনীত হয়েছেন। এবছর, ‘বিশ্ব এ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ’র নাম পরিবর্তন করে ‘বিশ্ব এ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ’ করা হয়েছে। এ থেকেই প্রতীয়মান, বিশ্বব্যাপী সকল প্রকারের জীবাণুরোধী ওষুধের অপরিমিত ব্যবহার শুরু হয়েছে যা আমাদের জন্য অশনি সঙ্কেত। এ সচেতনতা সপ্তাহে সিডিসি, স্বাস্থ্য অধিদফতর আয়োজিত কর্মসূচীর মাঝে ছিল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট দফতর যেমন স্বাস্থ্য, প্রাণিসম্পদ, মৎস্য, কৃষি ও অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে অবহিতকরণ সভা ও সাধারণ জনগণের সচেতনতার লক্ষ্যে পোস্টার প্রদর্শন ও লিফলেট বিতরণ। বিটিআরসির সাহায্যে দেশের সকল মোবাইল অপারেটরের মাধ্যমে সচেতনতামূলক ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর, মৎস্য অধিদফতর, বিএলআরআইএর মহাপরিচালক অথবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ফুড ও এ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ফ্লেমিং ফান্ড ও ইউএসএআইডিসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এছাড়া একটি গোলটেবিল বৈঠক হয় যেখানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দিকনির্দেশনা দেন।-বিজ্ঞপ্তি।
×