ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবির সুবর্ণজয়ন্তীর কাউন্টডাউন

প্রকাশিত: ২৩:৩৮, ২৫ নভেম্বর ২০২০

জাবির সুবর্ণজয়ন্তীর কাউন্টডাউন

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় (জাবি) প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর কাউন্টডাউন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে জুম মিটিংয়ের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কাউন্টডাউন অনুষ্ঠান উদ্বোধন করেন। এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে। আগামী ১২ জানুয়ারি (২০২১) এই বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে। ১৯৭০ সালের এই দিনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহামদ আলমগীর কবীরের সঞ্চালনায় সুবর্ণজয়ন্তীর কাউন্টডাউন অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘আমরা আশা করেছিলাম বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান খুবই আড়ম্বরের সঙ্গে উদযাপন করব।
×