ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাস্ক ব্যবহার না করায় জরিমানা

প্রকাশিত: ২৩:৩৮, ২৫ নভেম্বর ২০২০

মাস্ক ব্যবহার না করায় জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ মাস্ক ব্যবহার না করায় রাজধানীর কাওরানবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে সাতটি মামলায় এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। করোনাভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় ডিএনসিসির পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে। এ বিষয়ে ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে পথচারী, ফুটপাথ ও কাওরানবাজারের ক্রেতা-বিক্রেতা, রিক্সা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয়। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অসচ্ছল জনসাধারণের মাঝে ৬০টি মাস্ক বিতরণ করা হয়।
×