ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার ভ্যাকসিন

প্রকাশিত: ২৩:১৭, ২৫ নভেম্বর ২০২০

করোনার ভ্যাকসিন

* মডার্না ও ফাইজারের মতে অক্সফোর্ডে এ্যাসট্রোজেনেকা আশার আলো জ্বালিয়ে দিল। * খুব শীঘ্রই তাদের ভ্যাকসিন তৃতীয় ট্রায়াল শেষ করে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। * এর আগে ব্রাজিলে ট্রায়ালে ৭০% কার্যকারিতা প্রকাশ পেয়েছিল। * কিন্তু গবেষকরা দেখছেন, আসলে এর ইফিকেসি ৯০% এর উপরে। * আরও আশ্চর্য হয়ে দেখছেন প্রথম ট্রায়ালে যাদের স্বল্প ডোজে দেয়া হয়েছিল এবং দ্বিতীয় ডোজে পুরোমাত্রায় তাদের ক্ষেত্রে ইফিকেসি ৯০% এর বেশি। অথচ দুটি ডোজে যাদের পুরো মাত্রায় দেয়া হয়েছিল তাদের ক্ষেত্রে ইফিকেসিটা কম। * স্বল্পমাত্রায় প্রথম বোধহয় এন্টিবডি ক্ষেত্র তৈরি করে এবং দ্বিতীয় মাত্রায় তা আরও উজ্জীবিত হয়। * এডিনোভাইরাস চিপস্ দিয়ে তৈরি অক্সফোর্ড ভ্যাকসিনটি মূলত ভাইরাসের স্পাইক প্রোটিনকে ধ্বংস করে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×