ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিধি বহির্ভূত পদোন্নতি দিতে রাবি ভিসির চাপ, আইইআর পরিচালকের পদত্যাগ

প্রকাশিত: ২৩:০৭, ২৫ নভেম্বর ২০২০

বিধি বহির্ভূত পদোন্নতি দিতে রাবি ভিসির চাপ, আইইআর পরিচালকের পদত্যাগ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক গোলাম কবীর। দায়িত্ব নেয়ার নয় মাসের মাথায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। ‘বিধিলঙ্ঘন’ করে বিশ^বিদ্যালয় স্কুলের এক নারী শিক্ষককে পদোন্নতি দিতে ভিসি চাপ সৃষ্টি করায় তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এর আগে দায়িত্ব নেয়ার এক বছর হওয়ার আগেই চলতি মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন আইইআরের নবম পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী। পরে দশম পরিচালক হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক গোলাম কবীর। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নিয়োগ ও পদন্নোতিতে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে উপাচার্য আব্দুস সোবহানের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় অধ্যাপক গোলাম কবীরের। এই বিরোধের জেরে আইআইআরের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তিনি। বিশ^বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজ ও আইইআর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের সাবেক প্রশাসক অধ্যাপক এফ এম হায়দারের স্ত্রী দীর্ঘদিন একটি সরকারী বিদ্যালয়ে শিক্ষকতা করে গত বছর রাবি স্কুল এ্যান্ড কলেজে নিয়োগ পান। কিন্তু নিয়ম অনুযায়ী আগের চাকরি থেকে ছাড়পত্র জমা দেয়া বাধ্যতামূলক হলেও তিনি তা এখনও বিশ্ববিদ্যালয়কে জমা দেননি। এদিকে, পদন্নোতি পেতে ওই শিক্ষিকা পূর্বের সার্ভিস কাউন্টের জন্য আবেদন করেন। নিয়ম বহির্ভূত হওয়ায় আবেদনটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, আইইআরের তৎকালীন পরিচালক ও বিশ^বিদ্যালয় স্কুলের অধ্যক্ষ নাকচ করে দেন।
×