ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানাডা থেকে এসেছে ধ্রুবতারা

প্রকাশিত: ২৩:০৫, ২৫ নভেম্বর ২০২০

কানাডা থেকে এসেছে ধ্রুবতারা

স্টাফ রিপোর্টার ॥ বহুল প্রতীক্ষিত ড্যাশ-৮ ৪০০ ধ্রুবতারা এখন ঢাকায়। কানাডা থেকে এটি কয়েকটি বিরতি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে মঙ্গলবার বিকেল পৌনে চারটায়। রানওয়ে স্পর্শ করে বে-তে আসার পরই দধ্রুবতারাকে ওয়াটার ক্যানন দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন-বিমান পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান-এমডি মোকাব্বির হোসেন, পরিচালক প্রকৌশল এয়ার কমোডর মীর্জা সারোয়ার জাহান, জিএম আশফাকুল আমিন মুকুট, জিএম আজিজুল ইসলাম, জিএম ওয়াদুদ, জিএম মার্কেটিং সালাহ উদ্দিন ও ডিজিএম খন্দকার তাহেরাসহ অন্যান্য কর্মকর্তারা। ধ্রুবতারার আনুষ্ঠানিক উড্ডয়ন যাত্রা শুরুর আগে সিভিল এভিয়েশনের অনুমোদন অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন এই উড়োজাহাজটিও খুব শীঘ্রই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপরই অভ্যন্তরীণ রুটে পরিচালনা করা হবে। এতে অভ্যন্তরীণ রুটের সিডিউল আগের তুলনায় আরও নিয়মিতভাবে বজায় রাখা সহজ হবে। বর্তমানে দুটো ড্যাশ- ৮ দিয়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট অপারেট করা হচ্ছে। জানা গেছে, নতুন এ উড়োজাহাজটিরও নামকরণ করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২৪ নবেম্বর যুক্ত হয়। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘ধ্রুবতারা’। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হলে বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়াবে। কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ ৭৪ আসন সম্বলিত উড়োজাহাজ। পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে। যা যাত্রীদের যাত্রাকে করে তোলে অধিক সতেজ ও নিরাপদ। এছাড়া এ উড়োজাহাজে বেশি লেগস্পেস (পা রাখার জায়গায়), এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজটিসহ বহরে উড়োজাহাজের সংখ্যা হবে ১৯। এর মধ্যে ১৪টি নিজস্ব এবং ৫টি লিজ নেয়া। নিজস্ব ১৪টির মধ্যে বোয়িং৭৭৭-৩০০ ইআর ৪টি, বোয়িং ৭৮৭-৮ ৪টি, বোয়িং ৭৮৭-৯ ২টি, বোয়িং ৭৩৭ ২টি এবং ড্যাশ-৮ ২টি। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যোগ হবে আরও দুটো ড্যাশ-৮।
×