ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে রিক্সাচালকসহ নিহত দুই

প্রকাশিত: ২০:৫৪, ২৫ নভেম্বর ২০২০

গাজীপুরে রিক্সাচালকসহ নিহত দুই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিক্সা চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নিহতরা হলো- দিনাজপুরের ফুলবাড়ি থানার চকিয়েপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে অটোরিক্সা চালক নাজিম উদ্দিন (২২) ও গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ইসলামপুর হারুন মার্কেট এলাকার মোসলেম মিয়ার ছেলে মহসিন মিয়া (২২)। এদের মধ্যে মহসিন গার্মেন্টস কারখানায় চাকরির জন্য স্থানীয় একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছিল। ওসি রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, বাসন থানাধীন ইসলামপুর এলাকা থেকে অটোরিক্সায় সোমবার রাত পৌনে ১১টার দিকে মহসিন মিয়া ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। রিক্সাটি ঢাকা বাইপাস সড়কে উঠে উল্টোপথে যাওয়ার সময় রিয়াজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রিক্সাটি উল্টে গেলে রিক্সার চালক ও আরোহী ছিটকে সড়কের উপর পড়ে। এই সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিক্সারোহী মহসিন ও চালক নাজিম নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। কুড়িগ্রামে শিশু স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে বাসের ধাক্কায় রিনতি নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিনতি উপজেলার দলদলিয়া ইউনিয়নের রঞ্জু মিয়ার মেয়ে। ঘাতক বাসটিকে ধাওয়া করে আটক করেছে স্থানীয়রা। চুয়াডাঙ্গায় নারী নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদা উপজেলার দর্শনায় দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হরিজন সম্প্রদায়ের এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে। নিহত অনিয়া (৫০) হরিজন সম্প্রদায়ের নরেশের স্ত্রী। সে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি চিনিকল এলাকার সুইপার পট্টির বাসিন্দা। নিহত অনিয়া মৃগী রোগে আক্রান্ত ছিল বলে পুলিশ জানায়। ঠাকুরগাঁওয়ে বাইক চালক নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়ায় মঙ্গলবার বিকেলে দ্রুতগতির এক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নাজু ইসলাম (৩২) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছে। নিহত নাজু ইসলামও পেশায় ট্রাক্টর চালক। সে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ডাঙ্গীপাড়া গ্রামের নুর জামালের ছেলে। প্রত্যক্ষদর্শী জানান, একটি মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেল, উভয়ের চালক পাশাপাশি অবস্থান নিয়ে কথা বলতে বলতে ঠাকুরগাঁও পুরাতন বাস্স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে মোটরসাইকেলটি ট্রাক্টরের কাছে ভিড়ে। নীলফামারীতে বৃদ্ধা স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনাবশত এক বৃদ্ধাকে পিষে মেরেছে এক যুবক। কিশোরীগঞ্জ উপজেলার দক্ষিণ বড়ভিটা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত যোগেশ চন্দ্র রায়ের স্ত্রী লক্ষ্মী বালা (৭০)। জানা যায়, বড়ভিটা এলাকার ব্যবসায়ী একরামুল হক একটি মাইক্রোবাস ক্রয় করেন। সেই গাড়ি চালানো শিখছে তার ২৪ বছরের ছেলে জুয়েল মিয়া। ঘটনার দিন সোমবার সন্ধ্যায় জুয়েল দক্ষিণ বড়ভিটার কাঁচা সড়কে গাড়ি চালানোর সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। বৃদ্ধা উল্টে পড়লে গাড়ির পেছনের চাকায় তার পায়ের ওপর দিয়ে যায়। এলাকাবাসী ওই বৃদ্ধাকে উদ্ধার করে জেলার জলঢাকা উপজেলা হাসপাতালে নেয়।রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। দৌলতপুরে যুবক নিজস্ব সংবাদদাতা দৌলতপুর থেকে জানান, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মামুন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শাওন (১৮) নামে অপর এক যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কল্যাণপুর-মাজদিয়াড় সড়কের কল্যাণপুর বাজারের কাছে শ্যালো ইঞ্জিন চালিত ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মামুন ঘটনাস্থলেই নিহত হয়।
×