ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

প্রকাশিত: ১৭:৪৫, ২৪ নভেম্বর ২০২০

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী

স্টাফ রিপোর্টার ॥ শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ডা. সোহরাবুজ্জামানের অধীনে বেশ ক’দিন চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার তিনি মোহাম্মদ পুরের বাসায় ফিরে যান। এর আগে শনিবার ল্যাব এইড হাসপাতালে রুহুল কবির রিজভীর হার্টে রিং পরানো হয়। তিনি এখন অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন রিজভীর ব্যক্তিগত চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু। তবে বাসায় থেকে রিজভীকে আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে বলে তিনি জানান। ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচি শেষে রুহুল কবির রিজভীর হার্ট অ্যাটাক হয়। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।
×