ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাধবপুরে আইসিটি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১৫:১৭, ২৪ নভেম্বর ২০২০

মাধবপুরে আইসিটি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরে আওয়ামী লীগ নেতার মামলায় ফেসবুক লাইভে এসে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং প্রধানমন্ত্রী ও সরকার সম্পর্কে বিষোদগার অশালীন বক্তব্য দেওয়ায় ইউপি সদস্য স্বরবিন্দু সরকার তপনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে এবং ৫নং আন্দিউড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনায় আন্দিউড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ইউপি সদস্য তপন মেম্বার সোমবার ভোর রাতে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভে এসে উত্তেজনামূলক বক্তব্য, সরকার ও সরকার প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান সংক্ষুব্ধ হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দিলে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।
×