ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে বিষক্রীয়ায় ১১টি গরুর মৃত্যু

প্রকাশিত: ১৪:৫২, ২৪ নভেম্বর ২০২০

বরিশালে বিষক্রীয়ায় ১১টি গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার একটি গরু খামারে সোমবার রাতে বিষক্রীয়ায় ১১টি গরুর মৃত্যু হয়েছে। এঘটনার পর থেকে ফার্মের তত্বাবধায়ক পলাতক রয়েছে। খামার মালিক ইয়াকুব হোসেন জানান, সোমবার বিকেলে খামারের একটি গরু অসুস্থ হয়ে পরলে খামারের তত্বাবধায়ক মানিক হোসেনের কাছে গরু অসুস্থ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় সে (খামারের তত্বাবধায়ক) অসুস্থ গরুকে সুস্থতার জন্য ঔষধ খাওয়ানোর বিষয়টি তাকে (খামার মালিক) জানায়। পরবর্তীতে আরও গরু অসুস্থ হয়ে পরে। রাতে খামারের মোট ১১টি গরুর মৃত্যু হয়। এতে তার ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এবিষয়ে গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, খবর পেয়ে খামারটি পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গরুগুলো খাদ্যে বিষক্রীয়ায় মারা গেছে। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×