ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে তালাক দেওয়ায় স্ত্রী মুখে এসিড নিক্ষেপ

প্রকাশিত: ১৪:০৩, ২৪ নভেম্বর ২০২০

নাটোরে তালাক দেওয়ায় স্ত্রী মুখে এসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামে তালাক দেওয়ায় শ্বশুর বাড়ীতে গিয়ে স্ত্রী নার্গিস আক্তার নুপুরের (২৮) মুখে এসিড নিক্ষেপ করেছে পাষন্ড স্বামী আবু তালেব (৩৬)। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কমরদহ গ্রামে নুপুরের বাবার বাড়ীতে এই ঘটনা ঘটে। তবে ঘটনার মাত্র ৪ ঘন্টার মধ্যেই উপজেলার মৌখাড়া এলাকা থেকে পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ। নুপুর একই গ্রামে তায়েজ উদ্দিনের মেয়ে এবং আবু তালেব একই উপজেলার আহম্মেদপুর এলাকার দুদু মিয়ার ছেলে। নুপুরকে গুরুতর আহত অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগীর বাবা জানান, প্রায় সাত বছর আগে আবু তালেব জোর করে নুপুরকে বিয়ে করে। আবু তালেব বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা থাকায় আত্নগোপনে চলে যায়। গত বৃহস্পতিবার নুপুর তাকে তালাক দিয়ে বাবার বাড়ীতে চলে আসে। বিষয়টি জানতে পেরে সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ী গিয়ে স্ত্রীর নুপুরের মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় আবু তালেব। পরে নুপুরের আত্নচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক ইউনিটে নেওয়া হয়। এদিকে সংবাদ পেয়ে একই দিন রাত ১০টার দিকে বড়াইগ্রামের মৌখাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু তালেবকে আটক করা হয়। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমানউল্লাহ জানান, নুপুরের মুখে যে ধরনের এসিড নিক্ষেপ করা হয়েছে তাতে তার মুখের চামড়ার তেমন ক্ষতি না হলেও চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটক আবু তালেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা গুলো খতিয়ে দেখা হচ্ছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
×