ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যানফিল্ডে ৬৪ ম্যাচ অপরাজিত লিভারপুল

প্রকাশিত: ২৩:৪৩, ২৪ নভেম্বর ২০২০

এ্যানফিল্ডে ৬৪ ম্যাচ অপরাজিত লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকগুলো গৌরবময় রেকর্ড গড়েছে লিভারপুল। গত আসরের সাফল্যের ধারাবাহিকতা চলতি মৌসুমেও ধরে রেখেছে দ্য রেডসরা। রবিবার রাতে সফরকারী লিচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আরেকটি দুর্দান্ত রেকর্ড গড়েছে জার্গেন ক্লপের দল। এই জয়ে ঘরের মাঠ এ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লিভারপুল। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা এর আগে কখনও এত বেশি ম্যাচ অপরাজিত থাকতে পারেনি। দলের একঝাঁক সেরা তারকা মোহাম্মদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইক, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, জো গোমেজ, জর্ডান হ্যান্ডারসন ও থিয়াগো আলকান্টারাকে ছাড়া খেলেও অসাধারণ এই রেকর্ড গড়েছে দ্য রেডসরা। এ্যানফিল্ডে লিভারপুল সর্বশেষ হেরেছিল ২০১৭ সালে ক্রিস্টাল প্যালেসের কাছে। এরপর থেকে ঘরের মাঠে ৬৪ ম্যাচ অপরাজিত তারা। এরমধ্যে জয় ৫৩ ম্যাচে ও ড্র ১১টি। এরআগে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল লিভারপুল। রেকর্ডগড়া জয়ের পথে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার। আরেক ম্যাচে ১০ জনের আর্সেনালকে গোলশূন্যভাবে রুখে দিয়েছে নবাগত লিডস ইউনাইটেড। ম্যাচের ৫১ মিনিটে আইভরিকোস্টের স্ট্রাইকার নিকোলাস পেপে লালকার্ড দেখে মাঠ ছাড়েন। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক লিডস। ১৩ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছে আর্সেনাল। অতিথি লিচেস্টারের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। এ সময় জেমস মিলনারের কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে যেয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লিচেস্টারের জনি ইভান্স। নিজেদের দোষে শুরুতেই পিছিয়ে পড়ার পর ফক্সেসরা ম্যাচের বাকি সময়ও সুবিধা করতে পারেনি। ম্যাচের ৪১ মিনিটে এ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াগো জোটা। এর ফলে লিভারপুলের প্রথম কোন খেলোয়াড় হিসেবে লীগের প্রথম চারটি হোম ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন জোটা। গত ডিসেম্বরে দু’দলের সর্বশেষ মুখোমুখিতে ৪-০ গোলের বড় জয় পেয়েছিল লিভারপুল। ম্যাচের ৮৬ মিনিটে মিলনারের আরেকটি ক্রস থেকে দারুণ দক্ষতায় হেডে লিভারপুলের হয়ে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্টো ফিরমিনো। ম্যাচশেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, রাতটা অনেকদিন মনে রাখার মতো। ছেলেরা দুর্দান্ত খেলেছে। দারুণ একটি রেকর্ডও হয়েছে যেটা মনে রাখার মতো। লীগে শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে আর্সেনাল। দুর্বল লিডসের বিরুদ্ধেও জিততে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কোচ মিকেল আর্টেটা। এ জন্য তিনি লালকার্ড পাওয়া পেপের শঙ্খলার অভাবকে দায়ী করেছেন। ক্ষুব্ধ আর্টেটা ম্যাচশেষে বলেন, এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। ১০ জন মাঠে থাকার অর্থ হচ্ছে প্রতিপক্ষের সামনে অনেক বড় একটি সুযোগ। পেপে চলে যাওয়ার পর পুরো দল যেভাবে নিজেদের প্রতিরোধ করেছে তাতে আমি সন্তুষ্ট। যদিও বিষয়টা খুব কঠিন ছিল।
×