ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নববর্ষে দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা

প্রকাশিত: ২৩:৩৫, ২৪ নভেম্বর ২০২০

নববর্ষে দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা

স্টাফ রিপোর্টার ॥ আগামী বছরের শুরুতে দুবাই ও আবুধাবিতে ফ্লাইট চালু করবে বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা। এ জন্য বাংলাদেশ বিমানের সঙ্গে বেসরকারী এয়ারলাইন্সের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন- ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন বছরের শুরুতে ইউএস-বাংলা মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি এবং শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালেতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে ইউএস-বাংলা আয়োাজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন। এ বিষয়ে ক্যাপ্টেন শিকদার বলেন, নানাবিধ সমস্যায় জর্জরিত এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন সময়ে বাংলাদেশের এভিয়েশন খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের সহায়তার জন্য আবেদন করেছে বেসরকারী এয়ারলাইন্সগুলো। বিশেষ করে এ্যারোনটিক্যাল ও নন-এ্যারোনটিক্যাল চার্জকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা, জেট ফুয়েল খরচকে আন্তর্জাতিক মানদণ্ডে নিরূপণ করা ও যাত্রী বিমানের জন্য হ্যাঙ্গার সুবিধা ইত্যাদি। তাই প্রতিযোগিতার স্বার্থে জাতীয় বিমান সংস্থার সঙ্গে বেসরকারী এয়ারলাইন্সগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তিনি বলেন, সারাবিশ্ব আজ কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত। সামাজিক ও অর্থনৈতিকভাবে বিশ্ব আজ বিধ্বস্ত। সর্বপ্রথম করোনাভাইরাসের করাল গ্রাসে এভিয়েশন এ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে স্বল্প পরিসরে আন্তর্জাতিক রুটগুলোতে নানাবিধ স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এটি ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ছাড়াও মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও গুয়াংজু রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া নতুন বছরের শুরুতে ইউএস-বাংলা মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি এবং শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালেতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে ইউএস-বাংলার বহরে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। আর বিমান বহরে দুটি ব্র্যান্ড নিউ এটিআর৭২-৬০০ যুক্ত করে যশোর-চট্টগ্রাম, সৈয়দপুর-কক্সবাজার, সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটের পরিকল্পনা করছে ইউএস-বাংলা।
×