ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন দাবি

প্রকাশিত: ২৩:৩৪, ২৪ নভেম্বর ২০২০

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন দাবি

জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন দাবি করা হয়েছে। সমাবেশে সংগঠন নেতারা বলেন, শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যে সনদ দিয়েছেন তা বাতিল করার প্রক্রিয়া চলছে। তারা বলেন, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ বাতিল করা হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। কারণ শেখ হাসিনার নিজ হাতে স্বাক্ষর করা সনদ মুক্তিযোদ্ধারা তাদের বুকে ধারণ করে রেখেছেন। এছাড়া মুক্তিযোদ্ধাদের লাল বই সর্বমহলে গ্রহণযোগ্য। ওই লাল বইতে বঙ্গবন্ধুর নাম আছে, গেজেটে নেই। সমাবেশ থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পুনর্বহালের জোর দাবি জানানো হয়। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শফিকুল বাহার মজুমদার টিপু, বিএলএফ মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,আলহাজ শরিফ উদ্দিন, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক ও আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।
×