ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস পোড়ানোর মামলায় বিএনপির ৮০ নেতাকর্মীর আগাম জামিন

প্রকাশিত: ২৩:৩২, ২৪ নভেম্বর ২০২০

বাস পোড়ানোর মামলায় বিএনপির ৮০ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৮০ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই আদেশ দেন। জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোঃ মাকসুদ উল্লাহ। আদালতে এদিন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবী। জামিনের বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গত ১২ নবেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনায় সোমবার ১০টি মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন বিএনপির শতাধিক নেতাকর্মী। এসব মামলায় বিএনপির ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার ৮০ নেতাকর্মীকে আগাম জামিন দেয় আদালত। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সেইসঙ্গে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিল করতে বলা হয়েছে।
×