ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য ক্ষমার অযোগ্য ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ২৩:৩২, ২৪ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য ক্ষমার অযোগ্য ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুলের করা ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য ক্ষমার অযোগ্য বলে মনে করে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। বঙ্গবন্ধুসহ ভাস্কর্যবিরোধী এসব প্রতিক্রিয়াশীল মহলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। সোমবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন পার্টির নেতারা। সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক প্রথম বঙ্গবন্ধুর নামে ভাস্কর্যের বিরোধিতা করেন। তিনি রাজধানীর ধোলাইরপাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে সে কাজ অবিলম্বে বন্ধের দাবিও জানান। বলেন, ধোলাইখালে (ধোলাইরপাড়ে) বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারীর শামিল। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে বেইমানি করা হবে। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চিরচেনা মহলের সেই পুরাতন আস্ফালনের তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। মুজিববর্ষে যখন জাতি বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, তার আদর্শ ও একটি স্বাধীন গণতান্ত্রিক সমতাভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তোলার তার লক্ষ্যকে স্মরণ করছে তখন এই মহল তার ভাস্কর্য নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা ক্ষমার অযোগ্য। ওয়ার্কার্স পার্টি ইতোপূর্বে লালনের ভাস্কর্য এবং হাইকোর্টের ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য নিয়ে স্পষ্টই বলেছে; ভাস্কর্য আর মূর্তি এক নয়। একে মূর্তিপূজার সঙ্গে তুলনা করা কেবল বালখিল্যতা নয়, ধর্মের বিকৃতি।
×